ফেসবুক
মোয়াজ্জেম হোসেন
পাঠ্য বইয়ে নাইকো দৃষ্টি
সবার নজর ফেসবুকে,
চুপটি করে আড় চোখে চায়
কি দেখা যায়, শেষ লুকে।
সন্ধের পরে পাড়ায় পাড়ায়
বসে সবাই হয়ে গোল,
গাছের ছায়ায় অন্ধকারে
শোনা যায় সব কুৎসিত বোল।
রেজাল্ট ভালো করতে হবে
লেখাপড়ার খবর নাই,
দুষ্টলোকের কারসাজিতে
জবাব আসে জবর তাই।
খবর যখন ছড়িয়ে পড়ে
কর্তৃপক্ষের মাথায় হাত,
হুংকার দিয়ে বলে উঠে
যা হয়েছে সবই বাদ।
নতুনভাবে করব শুরু
রাখব সজাগ দৃষ্টি,
দুষ্টরা সব এক হয়ে যায়
চলছে অনাসৃষ্টি।
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :