"ডিগবাজি "
কবি মোয়াজ্জেম হোসেন
ডিগবাজি দিয়ে তুমি,
উঠলে মগডালে।
চেনা যায়না তোমাকে আর,
দিবা কিংবা রাতে।।
আমি খুজি পুরান সাজে,
সবার মাঝে মাঝে।
তুমি এখন রং বদলিয়ে,
নিত্য নতুন কাজে।।
কে বলবে এক সময়,
ছিলেম মোরা কাছে।
দুর থেকে দুরান্তরে,
সেই ছবি ভাসে।।
কার্য সিদ্বির জন্য তুমি,
এখন হলে কার।
জবাব তোমায় দিতে হবে
সময় হলে পার।।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :