== তুমি আসবে বলে ==
আ শ রা ফু ল ই স লা ম
==============
ওগো প্রিয়তমা...
তুমি আসবে বলে
সাজিয়ে রেখেছি বরণ ডালা, যত ফুল ছিলো বাগে
অপেক্ষার প্রহর গুনি পুস্পিত রাগে।
ওগো প্রিয়তমা...
তুমি আসবে বলে
রিমঝিম নিক্কনের তালে
বুকের ভেতর কতনা সুরের দ্যোতনা বাজে
সুর-বেসুরে ছন্দ হারায় রাগ অনুরাগে
কখনও তা উন্মাতাল কখনও আবার যেন
বিউগলের করুণ সুর বাজে তাতে।
ওগো প্রিয়তমা....
তুমি আসবে যেদিন
সেদিন পূর্ণিমার রাত হবে
চাঁদ তারা হবে প্রহরী নির্জনের
গান শোনাবে ঝিঁ ঝিঁ পোকা সাদর সম্ভাষণে
সুরা হাতে দাড়িয়ে থাকবে সাকী
আছে যত হুর পরী
তারাই হবে তোমার আমার প্রথম প্রণয়ের সাক্ষী।
তুমি আমি দূ`জন থাকবো বসে সারারাত মুখোমুখি
চাওয়া পাওয়ার উর্ধ্বে ওঠে
শুধুই হয়ে প্রেম কাননের সারথী।
আনন্দনগর, ঢাকাঃ ৩০ অক্টোবর, ২০২৪ ইং
আপনার মতামত লিখুন :