কেটে গেছে পশ্বাধম আর
অতীতের সে হিংস্রতা;
কালো মেঘের নেই সে আকাশ,
নেই সে ভয়াল ক্রুদ্ধতা!
উঠোন জুড়ে নেই সে ছায়া
যমের অখিল সহচর!
শিশুর অবাধ সঞ্চারণে
নেই সে গোলার বিকট স্বর।
নেই সে একদেশদর্শিতা,
ভুল চর্চা সে ঐতিহ্যের;
গোত্রপ্রীতির নেই সে বিকার,
নেই সে প্রকাশ অসাম্যের।
নেই সে ভয় আর কণ্ঠরোধের
কিংবা ভয় ভিন্নাদর্শের;
এখন শুধু ধ্বজামঞ্চে
উড়বে কেতন কল্যাণের।
তিমির প্রকট যুগের শেষে
আলগা আজি সকল খিল;
ঐক্যভাবের নিবিড় টানে
জাত-বেজাতের ঘটুক মিল।
চব্বিশের জুলাই বিপ্লবের অকুতোভয় সকল সহযোদ্ধা এবং নির্যাতিত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার করকমলে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :