AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাঈম হোসাইন এর একটি কবিতা == জীবন বৃক্ষ ==


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৮:২৭ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
নাঈম হোসাইন এর একটি কবিতা == জীবন বৃক্ষ ==

== জীবন বৃক্ষ ==

 

     নাঈম হোসাইন----

 

জীবন বৃক্ষের শাখা ছড়িয়েছে,

শেকড়ও হয়েছে দৃঢ় ।

ফুল গুলোও কুঁড়ি হবে প্রায়,

পাতারাও কিছু বুড়ো।

সেবাই যখন পরম ধর্ম,

যা হয় হোক না করণ কর্ম।

 

এখন সবই বিলিয়ে দেব,

পাতা, ফুল, কুঁড়ি চর্ম।

ইচ্ছে যে যার ভাঙছে শাখা, 

কাটছে আঁচড় ছিঁড়ছে পাতা।

ফুল গুলোও তুলছে নিত‍্য,

ভাবছে না তার ব‍্যথা।

 

গুপ্ত কান্নায় কাতর সে আজ, 

যেন এই বুঝি তার শেষ ।

ঝড়া পাতাদের শেষ আত্মচিৎকার,

এটাই কি মানব সমাজ?

রোদ, বৃষ্টি, ঝড় কাটিয়ে,

নতুন স্বপ্ন দেখে সে আজ।

 

আসছে বসন্তে আবার পাতা হবে,

বইবে নির্মল বাতাস ।

সাদা বক গুলো ডানায় করে,

শান্তি আনবে উড়িয়ে।

এসে বসবে তার নতুন শাখায়,

দেবে মন প্রাণ জুড়িয়ে ।

 

 

লেখক: নাঈম হোসাইন 

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। 

Link copied!