থাকবো না আমি
মোঃ হাচান সমাদ্দার
কোন এক কাক ডাকা ভোরে,
শোনা যাবে আমার প্রস্তানের গল্প।
আমার বিয়োগে কাঁদবে
আমার আত্মীয় স্বজন,
তুমি কি কাদবে না?
তোমার চোখ দিয়ে কি
বিয়োগের অশ্রু ঝরবে না?
অবশ্যই অনিচ্ছায় হলেও ঝরবে,
কিন্তু সেদিন আর থাকবা না আমি,
মুছে যাবে সব অস্তিত্ব,
হৃদয়ে রাখা কল্প ছবি।
হয়তোবা থেকে যাবে কিছু স্মৃতি,
যত্ন করে রাখা এক টুকরো ডাইরি।
ডাইরির ভাজে ভাজে প্রতিটা পৃষ্ঠায়,
তোমায় নিয়ে লেখা স্বপ্নডানার কথা।
আজীবন একসাথে থাকার স্বপ্ন,
ভালোবেসে হৃদয়ে রাখার গল্প।
হয়তোবা তুমি পড়বে দুই একটা বাক্য,
আর বুঝবে মোর ভালোবাসার মহত্ব।
তবে লাভের লাভ কি বা হবে?
কারণ আমি তো আর থাকব না।
একুশে সংবাদ/যাবিদ
আপনার মতামত লিখুন :