মুহূর্তের কথা
শাহীন মজদুর
জীবিকার ঝাঁপিগুলো তখনো খুলেনি,
খুলেনি নূতন পর্ব অরণ্য কেতকী।
বনমোরগ, বনকপোত ওরাও জাগেনি;
দখিনা হাওয়ার চিঠি পায়নি হরীতকী।
এমনি মুহূর্ত ঘিরে, এমনি আবহে,
ডাকিলে আমায় তুমি আশ্রমে তোমার;
অনুভূতির কী এক অনিবার্য মোহে,
সভ্যতার রীতি ভেঙে মিলিত হবার!
বিনিময় পর্ব শেষে থাকে না তো আর
দু`টি মনে ভালো লাগা আনন্দ অপার!
কয়েদির মতো শুধু চাপা অনুতাপ,
আর জাগে মুহুর্মুহু অন্তরের শোক।
এই তো শাশ্বত প্রীতি, নেই যাতে পাপ;
অকলুষ যে প্রেমের আমি স্তাবক।
একুশে সংবাদ / আ.য
আপনার মতামত লিখুন :