ভালোবাসা এক অনন্ত অনুভূতি
শের ই গুল
ভালোবাসা হলো অনুভব
যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে
তুমি পাশে থাকলে
পৃথিবীটা সুন্দর লাগে
ভালোবাসা শুধু একটি শব্দ নয়
এক অনন্ত অনুভূতি!
তোমার হাসিতে লুকিয়ে আছে
আমার পৃথিবী।
প্রেম মানে শুধু থাকা নয়,
হৃদয়ে গেঁথে রাখা
তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটানো
যেন এক একটি গল্প
ভালোবাসা হলো সেই নক্ষত্র
যা অন্ধকারেও আলো দেয়
তোমাকে ভালবেসে আমি
নিজেকেও নতুন করে
ভালবাসতে শিখেছি
বুঝতে শিখেছি।
তুমি যে মায়ায় আটকে যাও,
আমি সেই মায়া হতে চাই
তুমি যে চোখে ডুবে যাও,
আমি সেই চোখ হতে চাই
যে অপেক্ষায় তুমি থাকো
আমি সেই অপেক্ষার কারণ হতে চাই।
আমি শুধুই তোমার হতে চাই...
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :