ছায়া লড়াই
আ শ রা ফু ল ই স লা ম
===============
মাঝে মাঝে নিজের ছায়ার সঙ্গে
নিজেই করি লড়াই
কেননা আমি কে আমিই তা জানিনা
তাই নিরন্তর দূর মরু-প্রান্তর, শস্য শ্যামলিমায়
সাগর-দীঘির জলের মত স্বচ্ছ স্ফটিকতায়
কেবল নিজেকেই নিজে খুঁজে বেড়াই!
জানি অনেক কিছুরই হিসাব মেলেনা
যেন যোগ বিয়োগের খেরো খাতায়?
আমার মৃত্যুর পর কেউ মনে রেখোনা আমায়
হয়ত মনে রাখার দরকারও নেই জীবনের
এই নিষ্ঠুর ধারাবাহিকতায়
আমরা কেউ কী রেখেছি মনে পূর্ব পুরুষকে
তার আপন কীর্তির মহিমায়
যাদের সাথেই করেছি দীর্ঘ প্রণয়
দিনশেষে বিচ্ছেদে ভেঙেছে হৃদয়।
পদ্ম পুকুরের জলে সেই সে কবে
জলকেলিতে মেতেছিলাম দূ`জনে
কেউ কী মনে রেখেছি তাকে সময়ের তালে
জানো তো কীর্তিহীন মানুষেরা দুইবার মরে
একটি জাগতিক অন্যটি অন্তরে।
জীবনতো বহতা নদীর মত
কতইনা আবর্জনা মিশে যায় তাতে
নদীর বলো কী যায় আসে?
আমার মৃত্যুর পর তাই কোন
শোকসভার দরকার নেই।
কেননা আমার মাহাত্ম্য নিয়ে সেদিন
মিথ্যাচার আর রাজনীতি হবে
শত্রুরা মিথ্যা ভালোবাসার কপট আস্ফালন দেখিয়ে
হয়ত আমার মর্যাদাহানি ঘটাবে
যার কোনকিছুই স্পর্শ করেনি আমার
এই পার্থিব জীবনে
কি হবে আর তা মরণে?
মেরুল বাড্ডা, ঢাকা: ২৭ ডিসেম্বর-২০২৪ ইং
আপনার মতামত লিখুন :