টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে চলচ্চিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা, গ্লোবালব্র্যান্ডস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ ও ফুড ব্যাগ (খাদ্য সামগ্রী) প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১.৩০ মিনিটে কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁ ব্যাংকুইট হলে এই গ্লোবালব্র্যান্ডস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।
সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও সভাপতিমন্ডলির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
ট্রাব সভাপতি সালাম মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন মানিক, প্রফেসর ড. হামিদা খানম সভাপতি, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি রাজু আলীম, এইচ এম গ্রুপ’র চেয়ারম্যান এএসএম মাহফুজার রহমান হেলাল, নারী ও শিশু কর্মদক্ষতা ফাউন্ডেশনের চেয়ারপার্সন লায়ন আনোয়ারা বেগম নিপা। স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান হামিদ মোহাম্মদ জসীম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য- খায়রুল বাশার, মোঃ নজরুল ইসলাম, শারমিন রমা, কবি রাজু আলিম, রেদুয়ান খন্দকার, নানজিবা খান, প্রফেসর ড. জিনবোধী ভিক্ষু, ড. শেখ মোঃ রেজাউল ইসলাম, সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ, লায়ন আনোয়ারা বেগম নিপা, ছিদ্দিকুর রহমান আজাদী, প্রফেসর ড. হামিদা খানম, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন তৌহিদ, এস এম নাসির, এ জিহাদুর রহমান জিহাদ, চিত্রনায়ক জাহিদ খান, সারোয়ার হোসেন শাহীন, সোনিয়া রহমান, হাজী মোঃ সারোয়ার হোসেন, সৈয়দ ওমর ফারুক, শেখ শাহ আলম, স্বপন চৌধুরী, সানাউল হক বাবুল, ফারহানা আলী মারিয়া, মোঃ আমীর হামযা, অধ্যাপক কামরুন নাহার পলিন, হাসান মতিউর রহমান, সেলিম খান, লিটন কুমার নাগ, দিলীপ কুমার সূত্রধর, কানু চন্দ্র দে, এস এম শফি, অনিমেষ চন্দ্র বালা, যোসেফ পরিমল রোজারিওকে গ্লোবালব্রান্ডস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ফুড ব্যাগ (খাদ্য সামগ্রী) প্রদান করা হয়।
একুশে সংবাদ.কম/ন.প.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :