বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সদস্য এবং দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আব্দুল্লাহ`র পিতা মোহাম্মদ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে, ৬ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর যশোরের মণিরামপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মতিন আব্দুল্লাহ`র পিতা মোহাম্মদ আব্দুল্লাহ`র মৃত্যুতে বিএসআরএফ’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিএসআরএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিন আব্দুল্লাহ`র মাতা হাফিজা বেগম মারা যান।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :