AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনিয়ন যাদের হাতে নিরাপদ তাদের মধ্যে জিহাদ অন্যতম : মনজুরুল আহসান বুলবুল


Ekushey Sangbad
বেলায়েত হোসেন, ঢাকা
০৫:০৭ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৪
ইউনিয়ন যাদের হাতে নিরাপদ তাদের মধ্যে জিহাদ  অন্যতম : মনজুরুল আহসান বুলবুল

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে‍‍`র বার-বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের জন্মদিন পালিত হয়েছে।

গতকাল (১৬ জানুয়ারি) রবিবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে‍‍`র কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজে‍‍`র বর্তমান সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সহ সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পলি খান, পরিচালক নবীউল্লাহ নবী, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, ডিইউজে‍‍`র কোষাধক্ষ আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, নির্বাহী পরিষদ সদস্য আসাদ রহমান, আনোয়ার হোসেন প্রমূখ।


এসময় মঞ্জুরুল আহাসান বুলবুল বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন যাদের হাতে নিরাপদ তাদের মধ্যে এ জিহাদুর রহমান জিহাদ তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। সিনিয়র নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা মনে করে তার হাতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন যথেষ্টই নিরাপদ। তার নম্রতা ও ভদ্রচিত আচরণ নেতৃবৃন্দের হৃদয়ের জয় করতে সক্ষম হয়েছেন এবং সাধারণ সদস্যদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ সময় তিনি এ জিহাদুর রহমান জিহাদের জন্মদিনে শুভেচ্ছা ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় আরো বক্তব্য রেখেছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে‍‍`র সংগ্রামী সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সভাপতি তার বক্তব্যে তাকে শুভেচ্ছা সহ তার বিভিন্ন গুণের কথা তুলে ধরেছেন। যেমন, সাধারণ সদস্যদের জন্য বর্তমানে যে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে এই টিসিবি পণ্য সংগ্রহে জিহাদের অবদান অসামান্য। সোহেল হায়দার চৌধুরী তার বক্তব্যে জিহাদের মত ত্যাগী, বিনয়ী নেতৃত্বকে আগামী ডিউজের নেতৃত্বে পাওয়ার আশা ব্যক্ত করেন।


উক্ত জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, তিনি তার বক্তৃতায় বলেন, জিহাদ একজন বিচক্ষণ ও সংগঠনের জন্য উপকারী বান্ধব নেতা। তিনি তার বক্তৃতায় মহামারী করনাকালীন সময়ে জিহাদুর রহমান জিহাদের কার্যক্রম তুলে ধরে বলেন, করোনা মহামারীর সময় যখন মানুষ মৃত্যুর ভয়ে ঘর থেকে বের হয়নি, তখনও জিহাদ সাধারণ সদস্যদের জন্য প্রতিনিয়ত ইউনিয়নে সময় দিয়েছেন এবং সাধারণ সদস্যদের খোঁজখবর নেয়া থেকে শুরু করে করোনার টেস্ট, করোনামুক্ত থাকার জন্য বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করেছেন। আমি জিহাদুর রহমান জিহাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং তার নেতৃত্বে ইউনিয়ন আরো বহুদূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।


সর্বপরি এ জিহাদুর রহমান জিহাদ তার জন্মদিনে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমার হৃদয়ের সংগঠন। বিগত সময়ে সম্মানিত সদস্যদের ভোটেই পর-পর তিনবার নির্বাচিত হয়েছি। চেষ্টা করেছি তাদের পাশে থাকতে, ভবিষ্যতেও সম্মানিত সদস্যদের দোয়া ও ভালবাসা নিয়েই সংগঠনকে এগিয়ে নিতে চাই। আমি সবসময় তাদের পাশে ছিলাম, আছি, থাকবো

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ওবায়দুর রহমান, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতীক ব্যক্তিত্ব।

উপস্থিত সকলের বক্তৃতা শেষে কেক কেটে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!