রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন,গাজীপুর`র উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে পিঠা-পুলি বাঙালির লোকজ ঐতিহ্য প্রাচীনকাল থেকেই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পিঠা-পায়েস সাধারণত শীতকালের রসনাজাতীয় খাবার হিসাবে অত্যন্ত পরিচিত। পিঠা-পুলির উৎসব পারস্পরিক সম্পর্কের বন্ধনকে করে দৃঢ় ও মজবুত। এ উপলক্ষে বিভিন্ন প্রকারের পিঠা অতিথিদের মাঝে উপস্থাপন করা হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ পারভেজ নির্বাহী ম্যাজিষ্টেট নরসিংদী, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন। অামন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাদল হোসেন ভূইয়া, কালীগঞ্জ ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গির প্রধান।
পিঠা উৎসবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সার্থক করায় সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কাজী মোহাম্মদ ওমর ফারুক। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক আবু নাইম, সদস্য সচিব আশরাফুল হক, সদস্য মূ. নাজমুল ইসলাম, জহিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন রাসেল, ইকবাল হোসেন ভূইয়া, কামরুল হাসান মোল্লা, মাহবুব আলম, আবুল কালাম খান, ফয়সাল দেওয়ান, সিরাজুল ইসলাম খান, মনির আহম্মেদ, আবুল হাসনাত, তাইজুল ইসলাম, মুহাম্মদ নোমান, আরফান মীর।
এর আগে পিঠা উৎসব অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, গাজীপুরের গণমাধ্যমকর্মীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :