ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের শারিরিক সুস্থতার লক্ষ্যে দিনব্যাপী মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল লিমিটেড ও বায়ো ফার্মা এর সহযোগিতায় এ টেস্ট অনুষ্ঠিত হয়।
ডাক্তারের পরামর্শক্রমে সদস্যদের RBS (ডায়াবেটিস), S. CREATININE (কিডনি), S. URIC ACID (ব্যাথা), SGPT (লিভার), LFT (লিভার ফাংশন টেস্ট), FASTING LIPID PROFILE (কোলেস্টেরল হার্ট লিভার), S. BILIRUBIN (জন্ডিস), WIDAL TEST (টাইফয়েড জ্বর), HbsAg (হেপাটাইটিস বি ভাইরাস) ও CBC (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো: শরীফুল ইসলাম।
ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল লিমিটেডের সহযোগী অধ্যাপক ডা. আলমগীর হায়দার, ইউরো বাংলা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু বক্কর সিদ্দিকী, আরএমও ডা. আব্দুল গোরফান মাসুম, সহকারি ম্যানেজার (বায়ো ফার্ম) আবু সিনহা, রাসেল পাটোয়ারি উপস্থিত ছিলেন।
সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রায় তিন শতাধিক সদস্য এই মেডিকেল টেস্টে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :