AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দৈনিক জনবানির পত্রিকা সম্পাদকসহ দুর্বৃত্তের হামলা ৪ সাংবাদিক আহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৯ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
দৈনিক জনবানির পত্রিকা সম্পাদকসহ দুর্বৃত্তের হামলা ৪ সাংবাদিক আহত

দৈনিক জনবানী পত্রিকার সম্পাদকসহ বাংলামটরে দুর্বৃত্তের হামলায় চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, জনবানী পত্রিকার সম্পাদক মো. শফিকুল ইসলাম (৪০), বিশেষ প্রতিনিধি মো. বশির বাবু (৩৫), অনলাইন এডিটর মো.আতোয়ার হোসেন (৪০) ও ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ(৪৭)। আহতদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায়  তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ে আসা হয়।

আহত বশির বাবু জানান, অনুমান বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলামোটর মোড়ে দৈনিক জনবানি অফিসে না পেয়ে রাস্তায় এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত আমাদের ওপরে হামলা চালায়। এতে আমরা আটজনের মতো আহত হই। পরে আমাদের চারজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আমাদের সবার হাতে মাথায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। কী কারণে আমাদের ওপর হামলা চালিয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলামোটর থেকে চার সাংবাদিক আহত হয়ে হাসপাতালে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের মাথায় হাতে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তবে, তাদের অবস্থা আশঙ্কা জনক না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!