গরমে হাঁসফাঁস করছে দেশের মানুষ। বিশেষ করে গত শনিবার (২৯ মার্চ) তীব্র তাপপ্রবাহে পুড়েছে যশোর ও সিরাগঞ্জ জেলা। এছাড়া এদিন চার বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। বলছে, তাপপ্রবাহ প্রশমিত হবে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।
এদিকে, শনিবারের মতো আজ রোববারও (৩০ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। তবে মাত্রা কিছুটা কমে ৪১ ডিগ্রি থেকে নেমে হয়েছে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসদি। আর ঢাকায় ৩৮.৩ ডিগ্রি থেকে নেমে হয়েছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
সকালে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগ এবং বরিশাল, রাঙ্গামাটি, মৌলভীবাজার জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপপ্রবাহ প্রশমিত হবে।’
আজ থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানান তিনি।
আফরোজা আরও বলেন, ‘সিলেটের দিকে মেঘ দেখা দিলে ঝড়ো বাতাসসহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ঈদের দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।’
এপ্রিলের প্রথম সপ্তাহে আবারও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে জানান এই আবহাওয়াবিদ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :