পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নকশা খুঁজে পাওয়া যায়নি বলে নির্মাণে কোনো ত্রুটি ছিলো কিনা সেটা জানাতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ -রাজউক।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাজউকের যুগ্ম সচিব তন্ময় দাস গণমাধ্যমকে এ কথা বলেন।
তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভবনের নকশা এখনও খুঁজে পাওয়া যায়নি। তাই ভবন নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা সেটি এখুনি বলা যাচ্ছে না।
ভবনটির ২৪টি কলামের ৯টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি ভেঙে ফেলতে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দুপুর ১টায় প্রতিবেদন দেয়া হবে।
এদিকে বিস্ফোরণে তৃতীয় দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
অন্যদিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে, আহত ২ শতাধিক। এর মধ্যে ১৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।
একুশে সংবাদ.কম/ন.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :