AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩০ পিএম, ১৮ মার্চ, ২০২৩
পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

শনিবার (১৮ মার্চ) দুপুরে, রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

 

বর্তমান সময়ের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

 

এদিনবেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেফতার করে।

 

গ্রেফতারের পর চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


এর আগে শুক্রবার (১৭ মার্চ) তথ্য প্রযুক্তি আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

 

 

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।

 

এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

 

এ সময় তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

 

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।

 

ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

 

শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

 

 মাহীর ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, রাকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।

 

ইসমাইল বলেন, ‘খবর পেয়ে সেখানে আমিসহ কয়েকজন হাজির হই। এ সময় দেশীয় অস্ত্রসহ রাকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালান। নিজেরাই নিজেদের শো রুম ভাঙচুর করেছে। এ ঘটনায় আমিসহ ৬ জন লোক আহত হই। ওই জমি রাকিব সরকারের নয়।’

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

টাইমলাইন

  1. ০৬:৪৯ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ ছেলের নাম জানালেন মাহি
  2. ১০:৩৯ এএম, ২৯ মার্চ, ২০২৩ পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি
  3. ০৬:৪৬ পিএম, ২০ মার্চ, ২০২৩ জামিন পেলেন মাহির স্বামী
  4. ০৭:১৩ পিএম, ১৯ মার্চ, ২০২৩ ফুল দিয়ে স্বামীকে বরণ করলেন মাহিয়া মাহি
  5. ০১:১৩ পিএম, ১৯ মার্চ, ২০২৩ স্বামীর সঙ্গে ছবি দিয়ে মাহি বললেন ‘আলহামদুলিল্লাহ’
  6. ০৮:৪৯ পিএম, ১৮ মার্চ, ২০২৩ মাহির প্রতি অবিচারের দায়ভার কে নেবে: পরী
  7. ০৮:২০ পিএম, ১৮ মার্চ, ২০২৩ মাহির পাশে জয়া আহসান
  8. ০৭:১৭ পিএম, ১৮ মার্চ, ২০২৩ যে কারণে গ্রেফতার হয়েছিল মাহিয়া মাহি
  9. ০৭:০০ পিএম, ১৮ মার্চ, ২০২৩ চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী পলাতক
  10. ০৬:২৪ পিএম, ১৮ মার্চ, ২০২৩ জামিন পেলেন মাহিয়া মাহি
  11. ০২:৩০ পিএম, ১৮ মার্চ, ২০২৩ পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  12. ০১:৫৩ পিএম, ১৮ মার্চ, ২০২৩ মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ
  13. ১২:০১ পিএম, ১৮ মার্চ, ২০২৩ চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার
  14. ০১:০৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ মাহিকে আ’লীগের উপ-কমিটিতে রাখার নির্দেশ সেতুমন্ত্রীর
Link copied!