AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম আলোর ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:৪৪ পিএম, ২৯ মার্চ, ২০২৩
প্রথম আলোর ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে

সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 

বুধবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারব মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  ও সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাকসুদ চৌধুরী।

 

গত ২৬ মার্চ প্রথম আলোর যে প্রতিবেদনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান শামস।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলোর সাংবাদিক যে নিউজটি করেছেন, সেটা সঠিক ছিলো না। যেটা ৭১ টিভির মাধ্যমে আপনারাই প্রকাশ করেছেন। আপনারা সাংবাদিক ভাইয়েরাই তা বলেছেন। এই সংবাদটা যে ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাপানো হয়েছে, সেটা স্পষ্ট হয়েছে, ৭১ টিভিতে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।

 

প্রথম আলোতে যে ছবি বা সংবাদ ছাপানো হয়েছে, সেটা নিয়ে রাষ্ট্র বা সরকার যদি আপত্তি প্রকাশ করে, তাহলে এর একটি আইনি প্রক্রিয়া আছে। কিন্তু রাতের অন্ধকারে প্রথম আলোর সেই সাংবাদিকে সিআইডির কর্তমর্তারা তুলে নিয়ে গেছে। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন আইন কিন্তু নিজস্ব গতিতে চলে। আইন হলো, সমস্ত কিছু, রাষ্ট্র ও আপনারা সকলেই আইনানুযায়ী চলেন। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায় বা সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা করেন, সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারেন।

 

তিনি বলেন, আমি যতটুকু জানি একটি মামলা রজু হয়েছে। সেজন্যই সিআইডি.... আমি সম্পূর্ণভাবে সঠিক উত্তর দিতে পারছি না। কারণ আমার কাছে সব রিপোর্ট আসেনি। আপনারন যে প্রশ্ন করছেন,  সেরকম আমিও বিভিন্নভাবে অবগত হয়েছি। এই মামৱাকে কেন্দ্র করে খুব সম্ভব কোন একটা ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমি এখনও পরিষ্কার নই। আমি পরিষ্কার হয়ে আপনাদেরকে ঘটনা জানাতে পারবো।

 

“স্বাধীনতা দিবসে, আমরা এতোদূর এগোনোর পরে এ ধরনের একটা ভুয়া নিউজ যদি কেউ দেয়, তাহলে যে কেউ সংক্ষুব্ধ হতে পারে আপনিও হতে পারেন। এই নিউজটা আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগেনি,” যোগ করেন মন্ত্রী।

 

রাষ্ট্রের আপত্তি আছে সেকারণে তুলে নিয়েছে কি এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, রাষ্ট্রের আপত্তি নয়। আমিতো বলছি, একটি মামলা হয়েছে। তবে সমস্ত সংবাদ এখনও আমার কাছে আসেনি। আমার কাছে যে টুকরো টুকরো সংবাদ আসছে, সেটার ভিত্তিতে আমি আপনাদের বলেছি। সব বিষয়ে সুনিশ্চিতভাবে বলতে হলে আমাকে আরো একটু সময় দিতে হবে। আমাকে সব বিষয়ে জেনে বলতে হবে।

 

একুশে সংবাদ/আজ/এসএপি

টাইমলাইন

  1. ১০:২৩ এএম, ৩ এপ্রিল, ২০২৩ আবারো জামিন চেয়েছেন সাংবাদিক শামসুজ্জামান
  2. ০৩:৪০ পিএম, ২ এপ্রিল, ২০২৩ আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক
  3. ১২:৪৬ পিএম, ২ এপ্রিল, ২০২৩ মতিউর রহমানের জামিন শুনানি গ্রহণ করেনি হাইকোর্টের একটি বেঞ্চ
  4. ০৩:২৮ পিএম, ৩০ মার্চ, ২০২৩ সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
  5. ১২:২৩ পিএম, ৩০ মার্চ, ২০২৩ আদালতে শামসুজ্জামানের জামিন আবেদন, শুনানি দুপুরে
  6. ১১:২১ এএম, ৩০ মার্চ, ২০২৩ প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা
  7. ১১:১৩ এএম, ৩০ মার্চ, ২০২৩ প্রথম আলো অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
  8. ১০:৫৭ এএম, ৩০ মার্চ, ২০২৩ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে নেওয়া হয়েছে আদালতে
  9. ০২:৪৪ পিএম, ২৯ মার্চ, ২০২৩ প্রথম আলোর ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে
Link copied!