AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদ্যুৎ উৎপাদনে দেশে নতুন রেকর্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৩
বিদ্যুৎ উৎপাদনে দেশে  নতুন রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে দেশে নতুন রেকর্ড তৈরী হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত নয়টায় দেশে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। 

 

এর আগে সর্বোচ্চ উৎপাদন ছিল ২০২২ সালের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে  বিপিডিবি এ তথ্য জানায়।

 

জানা যায়, দেশে গরম বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। এ ছাড়া রমজান মাস ও সেচ মৌসুমের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা বেশি।

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য মতে, সোমবার সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৩৮০ মেগাওয়াট। মঙ্গলবারের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল ১৪ হাজার ৭০০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।

 

বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন সম্ভব ১৫ হাজার ১৮২ মেগাওয়াট। গ্যাস স্বল্পতায় ২ হাজার ৪০৭ মেগাওয়াট, কয়লা সংকটে ১২৯ মেগাওয়াট, পানির অভাবে ২০৫ মেগাওয়াট এবং কেন্দ্র সংষ্কার ও মেরামতের কারণে দুই হাজার ১৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এখন ভারত থেকে আমদানি হচ্ছে ১ হাজার ৯০৭ মেগাওয়াট।

Link copied!