জাপানসহ বিশ্বের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, বাংলাদেশের অগ্রযাত্রার পথে জাপানের বিনিয়োগ অনেক সমৃদ্ধি আনবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক দিক দিয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। এর সুবিধা নিয়ে আশপাশের দেশে পণ্য রপ্তানির সুবিধা নিতে পারবেন বিনিয়োগকারীরা।
প্রধানমন্ত্রী জানান, জাপানের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের পিপিপি প্লাটফর্মে উচ্চ পর্যায়ের ফোরাম রয়েছে। আর, কোম্পানিগুলোর মধ্যে বিনিময় হওয়া সমঝোতাগুলো দুই দেশের সমৃদ্ধি বয়ে আনবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রার পথে জাপানের বিনিয়োগ সমৃদ্ধি আনবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইজেড স্থাপন বড় অগ্রগতি। জাপান চাইলে সারা দেশে আরও ইজেড স্থাপনে জায়গা দেয়া হবে। এজন্য নিশ্চিত করা হবে সব ধরনের সুবিধা ও নিরাপত্তা।
এর আগে, জাপান ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ১১ সমঝোতা বিনিময় অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ.কম/বি.এস
আপনার মতামত লিখুন :