AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘চাপের কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫১ পিএম, ১ মে, ২০২৩
‘চাপের কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল’

ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদরদপ্তরে সংস্থাটির নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করে বলেন, ‌‘আমি হতাশ, বাইরের চাপের কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থায়ন থেকে সরে এসেছিল।’

 

তিনি বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যেকার অংশীদারিত্বের ভবিষ্যতের দিকে দৃষ্টি দিতে বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানান।  তিনি বলেন, ‘আমরাও এখন আমাদের অংশীদারিত্বের ভবিষ্যতের দিকে দেখতে চাই।’

 

সোমবার (১ মে) স্থানীয় সময় সকালে সংস্থাটির বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেকটরসদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ অনানুষ্ঠানিক বৈঠক হয়।

 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব ব্যাংককে অবশ্যই তার মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন এবং উন্নয়ন অর্থায়নের প্রতি মনোযোগী থাকতে হবে।’

 

তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের অংশীদারিত্বের প্রশংসাও করে বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ১৫ বিলিয়ন ডলারের ৫৩টি বিভিন্ন প্রকল্প রয়েছে বিশ্বব্যাংকের। এটি এখন পর্যন্ত বিশ্ব ব্যাংকের দেওয়া ৩৯ বিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং ঋণের অংশ। বর্তমান পরিস্থিতি আমাদের অর্থনীতির প্রবৃদ্ধির সুযোগ গ্রহণ করার ক্ষমতার ইঙ্গিত দেয়। বাংলাদেশ কখনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি বা তথাকথিত ‘ঋণের ফাঁদে’ পড়েনি। নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তি সম্পদ দিয়ে ৬ দশমিক ১ কিলোমিটার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ আমাদের অর্থনৈতিক সক্ষমতার লক্ষণ।’

 

আর্থ-সামাজিক বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে এবং সাশ্রয়ী মূল্যের আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, বিদ্যুৎ অ্যাক্সেস এবং দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। বাংলাদেশের নতুন লক্ষ্য হিসেবে আমরা সার্বজনীন স্বাস্থ্য কভারেজ, মানসম্পন্ন শিক্ষা, শিশু কল্যাণ, দক্ষতা বৃদ্ধি, নগর উন্নয়ন, টেকসই শিল্পায়ন, পরিবেশ সুরক্ষা এবং কার্যকর প্রতিষ্ঠান নির্মাণের লক্ষ্য অর্জন করতে চাই। আন্তর্জাতিক অংশীদারদের বাংলাদেশের অগ্রযাত্রার ইতিবাচক দিকগুলোয় মনোনিবেশ থাকা এবং ভবিষ্যতের উন্নয়নযাত্রায় বাংলাদেশের সঙ্গে যোগ দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’

 

বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব ব্যাংককে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছর ভূ-অর্থনীতিতে গোটা বিশ্ব বড় কিছু পরিবর্তন প্রত্যক্ষ করবে, যার প্রভাব বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতে পড়বে। এজন্য বিশ্ব ব্যাংককে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।’

 

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য উন্নয়নশীল দেশগুলোকে বিশ্ব ব্যাংককে তার বিশেষ ছাড়ে অর্থায়ন বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বিশ্ব ব্যাংকের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দীর্ঘায়িত উপস্থিতি যখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে তখন বিশ্বব্যাংক ১ দশমিক ২ মিলিয়ন রোহিঙ্গার জন্য অনুদান সহায়তা বাড়িয়েছে। বিশ্বব্যাংক রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলেও আশা করেন করেন তিনি।’

 

রোহিঙ্গাদের বিষয়ে শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ব যেন এই অসহায় মানুষগুলোকে ভুলে না যায়। বৈঠকে ভাষাণচরে রোহিঙ্গাদের জন্য অধিকতর উন্নত বাসস্থানের ব্যবস্থা করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ভাষাণচর দ্বীপে ১ লাখ রোহিঙ্গার জন্য চমৎকার সুযোগ-সুবিধা তৈরি করেছি।’

 

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘৪৬০ বিলিয়ন মার্কিন ডলার জিডিপির সঙ্গে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং উদীয়মান অর্থনীতির দেশ। তিনটি মানদণ্ডেই যোগ্যতা অর্জন করে বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশ (এলডিসি) হতে উত্তরণ হয়েছে। ২০২২ সালে বাংলাদেশের দারিদ্র সীমা কমে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে আসে এবং চরম দারিদ্র ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসে। কোভিড-১৯ মহামারি, ইউরোপে যুদ্ধ এবং গভীরতর জলবায়ু সংকটের কারণে সৃষ্ট বহুমাত্রিক চ্যালেঞ্জ সত্ত্বেও এসব অগ্রগতি হয়েছে।’

 

ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছে। বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হওয়ার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল।’

 

সরকার ২০৪১ সালের মধ্যে জ্ঞান-ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার পরবর্তী লক্ষ্য নির্ধারণ করেছে। বিশ্বব্যাংকসহ  উন্নয়ন সহযোগীদের ডিজিটাল এবং ভৌত অবকাঠামোতে বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বাংলাদেশের সরকার প্রধান উল্লেখ করেন, বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ প্রচার-প্রচারণা এবং অভ্যন্তরীণ সম্পদ উৎপাদনের ক্ষেত্রেও আমরা আন্তর্জাতিক সহযোগিতা চাই।

 

বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে আরও এগিয়ে নেবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আমি নিশ্চিত, আমাদের তরুণরা সঠিক রাজনৈতিক পরিবেশে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। জাতির একজন দায়িত্বশীল সদস্য হিসেবে আমরা আমাদের ভূমিকা আরও সম্প্রসারিত করতে চাই। ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়’ এই বৈদেশিক নীতির ভিত্তিতে বাংলাদেশ তার অর্থনৈতিক কূটনীতি অব্যাহত রাখবে।’

 

একুশে সংবাদ/ব/এসএপি

টাইমলাইন

  1. ১০:০৪ এএম, ৮ মে, ২০২৩ জনগণ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দেবে : প্রধানমন্ত্রী
  2. ০৮:২২ পিএম, ৪ মে, ২০২৩ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইল বাংলাদেশ
  3. ০৪:৩৮ পিএম, ৩ মে, ২০২৩ প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানে ঘটনাস্থল ত্যাগ করে বিএনপি-জামায়াত
  4. ১১:৫০ এএম, ৩ মে, ২০২৩ ‘অগ্নিসন্ত্রাসীরা যেন বাংলার মাটিতে ক্ষমতায় ফিরতে না পারে’
  5. ১১:২০ এএম, ৩ মে, ২০২৩ সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা ও বিনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর
  6. ১০:৪৬ এএম, ৩ মে, ২০২৩ মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  7. ০৭:৪৭ পিএম, ২ মে, ২০২৩ শেখ হাসিনা যোগ্য পিতার যোগ্য সন্তান
  8. ০৭:১৬ পিএম, ২ মে, ২০২৩ র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় জঙ্গিরা উৎসাহিত হয়েছে
  9. ০৯:৫১ পিএম, ১ মে, ২০২৩ ‘চাপের কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল’
  10. ০৯:০৬ পিএম, ১ মে, ২০২৩ আসুন একসঙ্গে কাজ করি: বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রী
  11. ০৭:৩৩ পিএম, ১ মে, ২০২৩ বিশ্ব ব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  12. ০৬:৪৯ পিএম, ১ মে, ২০২৩ ওদের সাথে বসলে পোড়া মানুষগুলোর পোড়া গন্ধ পাই: প্রধানমন্ত্রী
  13. ০৩:০৯ পিএম, ১ মে, ২০২৩ ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার এখন সময়: প্রধানমন্ত্রী
  14. ০৮:০৬ পিএম, ৩০ এপ্রিল, ২০২৩ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন: আইএমএফ প্রধান
  15. ১০:৫৪ এএম, ৩০ এপ্রিল, ২০২৩ স্বস্তির জন্যই আইএমএফের ঋণ নিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
Link copied!