AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুপার সাইক্লোনে রূপ নিতে পারে মোখা, আঘাত হানতে পারে যখন


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:৪৭ পিএম, ১০ মে, ২০২৩
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে মোখা, আঘাত হানতে পারে যখন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, আগামী ১৩ মে রাতে অথবা ১৪ মে ভোরে কক্সবাজার ও টেকনাফ এলাকায় ঘূর্ণিঝড় মোখা আঘাত হানবে।

 

বুধবার (১০ মে) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে প্রস্তুতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, সুস্পষ্ট লঘুচাপটি আগামীকালের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১৩ মে সন্ধ্যা থেকে ১৪ মে সকালের মধ্যে এটা আঘাত হানার পূর্বাভাস পাওয়া গেছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন দেশের পূর্বাভাস সংস্থাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করে দেখেছি, এটা এখন উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এটি বাংলাদেশের উপকূল থেকে এখনও গড়ে এক হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আগামী ১২ মে নাগাদ এটি উত্তর-পূর্ব দিকে মোড় নেবে।

Default Image

তিনি বলেন, এটা সুপার সাইক্লোনে রূপ নেবে সেটা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে। এটার বাতাসের গতি ঘণ্টায় ২২০ থেকে ২৩২ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশের একটি জেলা কক্সবাজারই আক্রান্ত হওয়ার বলা হয়েছে পূর্বাভাসে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সেন্টমার্টিন ও টেকনাফের নিম্ন এলাকা।

 

৫, ৬, ৭ বিপদ সংকেত জারি হলে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া শুরু হবে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ‘সিপিপিকে (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) সতর্ক বার্তা প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সব নির্দেশনা দিয়েছি চট্টগ্রামের যতগুলো উপকূলীয় উপজেলা আছে সেগুলোর আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করার জন্য বলেছি। আশ্রয় কেন্দ্রে খাওয়ার জন্য আমরা ১৪ টন ড্রাই কেক ও টোস্ট বিস্কিট পাঠিয়ে দিয়েছি। আগামীকালের মধ্যে আরও ২০০ টন চাল চলে যাবে। আরও চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ১০ লাখ করে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছি আশ্রয় কেন্দ্রগুলো ব্যবস্থাপনার জন্য। ’

 

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি জানমালের ক্ষয়ক্ষতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারব। পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আঘাত হানলে রোহিঙ্গাদের বাঁশ, টিন, পলিথিন দিয়ে তৈরি করা বাসস্থান ক্ষয়-ক্ষতির সম্ভাবনা আছে বলেও জানান এনামুর রহমান।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর

টাইমলাইন

  1. ১০:০৫ পিএম, ১৪ মে, ২০২৩ রাতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির শঙ্কা ঢাকায়
  2. ০৯:৫৭ পিএম, ১৪ মে, ২০২৩ ৩ নম্বরে নেমেছে সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত
  3. ০৯:৪৪ পিএম, ১৪ মে, ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ থেকে চলে গেছে: আবহাওয়া অধিদপ্তর
  4. ০৯:০৭ পিএম, ১৪ মে, ২০২৩ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. ০৮:৫৮ পিএম, ১৪ মে, ২০২৩ ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারে আড়াই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত
  6. ০৮:১১ পিএম, ১৪ মে, ২০২৩ আঘাতের পর দুর্বল হয়েছে মোখা
  7. ০৮:০৯ পিএম, ১৪ মে, ২০২৩ মোখা দূর্যোগে ওসির গাড়িতেই সন্তান ভূমিষ্ট, নাম রাখা হল মোখা
  8. ০৬:০৫ পিএম, ১৪ মে, ২০২৩ ‍জলোচ্ছ্বাসের মাত্রা সহনীয়,ক্ষতির তথ্য পাইনি: ত্রাণ প্রতিমন্ত্রী
  9. ০৫:৪৫ পিএম, ১৪ মে, ২০২৩ মোখার তাণ্ডবে সেন্টমার্টিনের ৮০ ভাগ স্থাপনা ক্ষতিগ্রস্ত
  10. ০৫:৩২ পিএম, ১৪ মে, ২০২৩ কিছুটা দুর্বল হয়েছে মোখা
  11. ০৪:৩৯ পিএম, ১৪ মে, ২০২৩ সেন্টমার্টিনে চলছে মোখার তাণ্ডব
  12. ০৪:০৩ পিএম, ১৪ মে, ২০২৩ ১৮০ কি.মি. গতিতে উপকূলে তাণ্ডব চালাচ্ছে মোখা
  13. ০৩:১৩ পিএম, ১৪ মে, ২০২৩ সেন্টমার্টিনে গাছচাপায় ২ জনের মৃত্যু
  14. ০১:২৫ পিএম, ১৪ মে, ২০২৩ ঝড়টি খুব একটা ক্ষতি করবে না: ত্রাণ প্রতিমন্ত্রী
  15. ০১:১৫ পিএম, ১৪ মে, ২০২৩ মিয়ানমারে মোখার আঘাত, ভেঙেছে গাছপালা ও ঘরবাড়ি
Link copied!