AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিডিআরের নামে চাঁদাবাজি করা হয়: মেয়র আতিক


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:৫৩ পিএম, ১০ মে, ২০২৩
বিডিআরের নামে চাঁদাবাজি করা হয়: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিডিআর মার্কেট উচ্ছেদ করা হবে। ‘এখানে বিডিআরের নামে চাঁদাবাজি করা হয়।’

 

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এই বিডিআর মার্কেটের সঙ্গে বিডিআরের কোনো সম্পৃক্ততা নেই। খুব শিগগিরই মার্কেটটি উচ্ছেদ করা হবে।’

 

বুধবার (১০ মে) দুপুরে গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় ইকো পার্ক নির্মাণের লক্ষ্যে চলমান কার্যক্রম পরিদর্শন ও জলাধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি একথা বলেন।

 

এ সময় বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, ‘যত বাধাই আসুক জনগণের সুবিধার জন্য ইকো পার্ক নির্মাণ করা হবে।’

 

মেয়র আতিক আরও বলেন, ঢাকা ওয়াসা জমি অধিগ্রহণ করেছে ১৯৮৯ সালে। তখন অনেকে টাকা নিয়েছেন। উচ্ছেদ করেননি, ফলে এখানে ঘরবাড়ি এখনো রয়ে গেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যারা অধিগ্রহণের টাকা নেননি তারা ডিসি অফিসে যোগাযোগ করুন।

 

তিনি বলেন, ১৭২ একর জায়গাজুড়ে এ ইকো পার্ক নির্মাণ প্রকল্প নেয়া হয়, যার মধ্যে ৫২ একর জায়গা দখলমুক্ত ছিল না। ঢাকা উত্তর সিটি করপোরেশন এরই মধ্যে ৩০ একর জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে। যারা স্বেচ্ছায় করপোরেশনে এসে নিজের জমির দখল বুঝিয়ে দিচ্ছেন, তাদের সাধুবাদ জানাই। দেশের মানুষের জন্য, জনগণের জন্য এ ইকো পার্ক প্রয়োজন।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর

Link copied!