রাজধানীর গাউছিয়া মার্কেট অগ্নিঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাই মার্কেটটিতে ফায়ার পাম্প বসানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রোববার (২১ মে) মার্কেটটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।
ঢাকা মহানগরীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি ইস্যুতে এনএসআই, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, ওয়াসা ও ফায়ার ব্রিগেডের সচেতনতামূলক পরিদর্শন কার্যক্রম চলছে।
এর অংশ হিসাবে আজ গাউছিয়া মার্কেট পরিদর্শন করে দলটি।
পরিদর্শনে তারা দেখতে পায়, মার্কেটের প্রতি তলার সিঁড়ির আশেপাশে দোকানগুলো এমনভাবে বসানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই মার্কেটের সিঁড়িগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে।
পরে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায়, অগ্নিঝুঁকিতে রয়েছে মার্কেটটি। এ সময় মার্কেটে ফায়ার পাম্প বসানোর পরামর্শ দেয় তারা। বিশেষভাবে দৃষ্টি দিয়েছে দোকানের সারিগুলোতে রাখা মালামালের দিকে, যা সরানোর কথাও জানায় তারা।
ফায়ার সার্ভিস জানায়, সিঁড়ি ও রাস্তার পাশে রাখা মালামাল চলাচলের পথকে অবরুদ্ধ করে রেখেছে।
এ সময় ফায়ার এক্সটিংগুইশার এবং অগ্নি-সতর্কীকরণ এলার্ম বসানোর পাশাপাশি আরও নির্দেশনা দেওয়া হয়।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :