গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) শহিদুল আলমের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণপূর্ত ঠিকাদার সমিতি।
সোমবার (২২ মে) রাজধানীর গণপূর্ত অধিদপ্তরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা।
এসময় গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার সমিতির সভাপতি মুশফিকুর রহমান হান্নান, গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলা বলেন, গণপূর্ত ঠিকাদার সমিতির সদস্যদের কাজ না দিয়ে টাকার বিনিময়ে অন্য ঠিকাদারেদের কাজ দিয়েছেন। জাল প্রত্যয়ন তৈরি,কাজের জন্য টাকা নিয়ে ঠিকাদারের টাকা আত্মসাৎ করেছেন। তিনি স্বজন প্রীতির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের কাজ কমিশনের মাধ্যমে পাইয়ে দিচ্ছেন। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে গণপূর্ত অধিদপ্তরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা থেকে সুযোগ-সুবিধাও আদায় করছেন। তাই সরকারের কাছে আমাদের দাবি গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) শহিদুল আলমকে দ্রুত অপারেশন করা হোক।
পরে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতারের কাছে তার দূরনীতির ফিরিস্তি তুলে ধরে স্মারকলিপি দেওয়া হয়।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :