AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৪ পিএম, ২৭ মে, ২০২৩
ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি

ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ৮টা ৪০মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১২৪ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। তবে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে ঢাকার বায়ু। শুক্রবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ।      

 

একিউআই স্কোর ১৬৮ নিয়ে শীর্ষে রয়েছে চীনের বেইজিং শহর। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৪। তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের স্কোর ১৫১। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৪৪। ১৩৪ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে চীনের আরেক শহর চংকিং।

 

প্রতিদিন বিশ্বের দূষিত শহরগুলোর বাতাসের মান নিয়ে তথ্য দেয় একিউআই। বাতাসে প্রতি ঘনমিটারে ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরা হয়। পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ও ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

 

একুশে সংবাদ/জ/এসএপি

Link copied!