AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সস্তা হবে তামাকপণ্য, বাড়বে স্বাস্থ্য ব্যয়’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৬ পিএম, ১ জুন, ২০২৩
‘সস্তা হবে তামাকপণ্য, বাড়বে স্বাস্থ্য ব্যয়’

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হলে নিত্যপণ্যের তুলনায় তামাকপণ্যের দাম আরও সস্তা হবে।

 

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার পর তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় প্রজ্ঞা ও আত্মা এসব শঙ্কার কথা জানিয়েছে।

 

তাদের দাবি, প্রস্তাবিত বাজেটে তামাকবিরোধীদের প্রস্তাব আমলে না নেওয়ায় তরুণরা তামাক ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হবে, তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতা বাড়বে। এ খাতে সরকারের স্বাস্থ্য ব্যয় বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারও বাধাগ্রস্ত হবে। একইসঙ্গে সরকার অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ থেকে বঞ্চিত হবে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে নিম্ন স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি শলাকার দাম বাড়ানো হয়েছে মাত্র পঞ্চাশ পয়সা (১২.৫০ শতাংশ)। এই স্তরের করহার প্রায় অপরিবর্তিত রেখে কেবল মূল্যস্তর বাড়ানোর কারণে বর্ধিতমূল্যের একটা উল্লেখযোগ্য অংশ তামাক কোম্পানির পকেটে চলে যাবে।

 

আরও বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে মধ্যম স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৬৭ টাকা (৩.০৮ শতাংশ), উচ্চ স্তরে ১১১ টাকা থেকে ১১৩ টাকা (১.৮০ শতাংশ) এবং প্রিমিয়াম বা অতি উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১৪২ টাকা থেকে ১৫০ টাকা (৫.৬৩ শতাংশ) নির্ধারণ করা হয়েছে। সম্পূরক শুল্ক অপরিবর্তিত রেখে প্রতি ১০ গ্রাম জর্দা ও গুলের খুচরা মূল্য যথাক্রমে ৫ টাকা ও ৩ টাকা বাড়ানো হয়েছে। বিড়ির দাম ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে।

 

কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ এই ৮ মহানগরীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের গড় খুচরা মূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালের (৭ মার্চ) তুলনায় ২০২৩ সালে (৭ মার্চ) খোলা আটার দাম বেড়েছে ৭১.৭ শতাংশ, ব্রয়লার মুরগির দাম ৫২.৯ শতাংশ, চিনির দাম ৪৩.৯ শতাংশ, ডিমের দাম ২২.৩ শতাংশ, গুঁড়ো দুধের দাম ২১.২ শতাংশ, মসুর ডালের দাম ১৪.৫ শতাংশ ও মোটা চালের দাম বেড়েছে ৯.৯ শতাংশ। অথচ প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যের দাম নামমাত্র বাড়ানো অথবা অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে নিত্যপণ্যের তুলনায় তামাকপণ্য আরও সস্তা হয়ে পড়বে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

 

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘নিত্যপণ্যের তুলনায় ৭৫ শতাংশ দখলে থাকা কমদামি সিগারেটের মূল্যস্তর বা খুচরামূল্য সামান্য পরিমাণ বাড়ানো হয়েছে। সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে এই স্তরের সিগারেটের দাম বাড়িয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছি।’

 

প্রস্তাবিত বাজেটে ই-সিগারেট ও ভেপিং পণ্য আমদানির সুযোগ অব্যাহত রাখা হয়েছে, যা তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়াবে। তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত চূড়ান্ত করার মাধ্যমে ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধ করতে হবে।

 

বাংলাদেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন এবং তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেন। চূড়ান্ত বাজেটে তামাকবিরোধীদের প্রস্তাব বাস্তবায়ন করা হলে প্রায় ১৪ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে। দীর্ঘ মেয়াদে ৪ লাখ ৮৮ হাজার প্রাপ্তবয়স্ক এবং ৪ লাখ ৯২ হাজার তরুণ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। সিগারেট খাত থেকে গতবছরের তুলনায় সরকারের ৯ হাজার ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। এই বাড়তি রাজস্ব আইএমএফের ঋণ শর্ত পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

টাইমলাইন

  1. ০৫:৩৪ পিএম, ২ জুন, ২০২৩ মূল্যস্ফীতি নিয়ে আমরাও শঙ্কিত: অর্থমন্ত্রী
  2. ০৫:১৪ পিএম, ২ জুন, ২০২৩ ‘একজনও কালো টাকা সাদা করেনি’
  3. ০৫:০০ পিএম, ২ জুন, ২০২৩ ফেল করিনি, আগামীতেও ফেল করব না: অর্থমন্ত্রী
  4. ০৪:৫৫ পিএম, ২ জুন, ২০২৩ ‘সরকার ২ কোটি ৪৫ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে’
  5. ০৪:২৫ পিএম, ২ জুন, ২০২৩ ‘আইএমএফের পরামর্শ শুনলে সফল হবো’
  6. ০৪:২০ পিএম, ২ জুন, ২০২৩ পুরো বাজেটই গরিবের জন্য: অর্থমন্ত্রী
  7. ০৩:৫৮ পিএম, ২ জুন, ২০২৩ অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
  8. ০২:৫৮ পিএম, ২ জুন, ২০২৩ দুই কোটি মানুষ আয়কর দিতে সক্ষম হলেও দেন ২৯ লাখ: তথ্যমন্ত্রী
  9. ১২:৩৫ পিএম, ২ জুন, ২০২৩ আওয়ামী অর্থনীতি বাস্তবায়নে লুটপাটের স্মার্ট বাজেট দিয়েছে সরকার
  10. ১২:২২ পিএম, ২ জুন, ২০২৩ ‘বাজেটে আইএমএফের শর্ত পালনের আভাস স্পষ্ট’
  11. ০৯:৫৫ পিএম, ১ জুন, ২০২৩ একনজরে এবারের বাজেট
  12. ০৯:১৫ পিএম, ১ জুন, ২০২৩ কারিগরি শিক্ষায় নারী শিক্ষার্থীদের সুযোগ বাড়ছে
  13. ০৯:০৯ পিএম, ১ জুন, ২০২৩ বাজেট অধিবেশন ৪ জুন পর্যন্ত মুলতবি
  14. ০৮:৪৩ পিএম, ১ জুন, ২০২৩ প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি
  15. ০৮:৩৬ পিএম, ১ জুন, ২০২৩ ‘সস্তা হবে তামাকপণ্য, বাড়বে স্বাস্থ্য ব্যয়’
Link copied!