AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনের মশার লার্ভা পাওয়ায় জরিমানা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:০৮ পিএম, ১৮ জুন, ২০২৩
পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনের মশার লার্ভা পাওয়ায় জরিমানা

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) পরিচালিত অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনটির তত্ত্বাবধায়ককে ১০ হাজার টাকা জরিমানা করেছে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (১৮ জুন) দুপুরে নগরীর ধলপুর এলাকায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম পরিচালিত অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়ককে এই জরিমানা করা হয়। এছাড়াও আদালত এ সময় মানিকনগর এলাকায়ও অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে আদালত ৩০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। পারটেক্স গ্রুপের নির্মাণাধীন ভবনসহ এ সময় মোট ৫টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, "আজকের অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন একটি ভবন এবং ব্যক্তি মালিকানায় থাকা নির্মাণাধীন আরেকটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় ১০ হাজার টাকা করে ২ নির্মাণাধীন ভবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরও ৩টি বাসা বাড়িতে মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে আজকের অভিযানে ৫ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"

 

অভিযানে অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকার দিকনির্দেশনা প্রদান করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, অঞ্চল-৫ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!