তৃতীয়বারের মত রাজশাহী সিটির নগরপিতা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ঘোষিত ফলে জাতীয় পার্টির লাঙল প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে বিশাল ব্যবধানে পরাজিত করে ফের রাজশাহীর নগর পিতা হলেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১৫৫টি কেন্দ্রে ১, ৫৯, ৭৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩,৩৯৩ ভোট।
টানটান উত্তেজনা, বিচ্ছিন্ন সহিংসতার পর বুধবার (২১ জুন) সন্ধায় মেলে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের ফল।
একের পর এক কেন্দ্র থেকে আসা ফলের হার অনুযায়ী সন্ধ্যায় অনেকটা স্পষ্ট হয়ে যায় কে হচ্ছেন নগরীর নতুন মেয়র। অবশেষে ১৫৫টি কেন্দ্রের ফল যোগ করার পর তার আনুষ্ঠানিক ঘোষনা দেন রাজশাহী সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।
প্রাপ্ত ভোটে বিজয়ীর সাথে নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপনের ব্যবধান এতটাই বেশি যা গত এ সিটি নির্বাচনের রেকর্ড। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ৫২ থেকে ৫৫ শতাংশের কাছাকাছি।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :