যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড আগামী জুলাই মাসে ঢাকায় আসছেন।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও এই প্রতিনিধি দলে থাকবেন।
ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানায়, সম্ভবত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি ঢাকা সফর করবে। ঈদের পর এই সফর হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদেকে, বাংলাদেশের জন্য সম্প্রতি ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়েছে, যারা ভোট জালিয়াতি বা ভয়ভীতি প্রদর্শনে সম্পৃক্ত থাকবে তাদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর বেশ গুরুত্ব বহন করছে।
একুশে সংবাদ/ব/এসএপি
আপনার মতামত লিখুন :