AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রাম আর গ্রাম থাকবে না: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৮ পিএম, ১৩ জুলাই, ২০২৩
গ্রাম আর গ্রাম থাকবে না: প্রধানমন্ত্রী

শুধু শহর নয়, সব নাগরিক সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে ওয়াসা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পানি শোধনাগার এবং পয়ঃশোধনাগার তৈরি করতে হবে। কোনো গ্রাম আর গ্রাম থাকবে না। সবাই সব নাগরিক সুবিধা পাবে।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আফতাবনগর এলাকায় দৈনিক ৫০ কোটি লিটার শোধন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব দাশেরকান্দি পয়ঃশোধনাগার কেন্দ্র (এসটিপি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সময় এসব কথা বলেন তিনি।

 

দেশে এটাই প্রথম এ ধরনের প্ল্যান্ট এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধনাগার কেন্দ্র।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৫-০৬ অর্থবছরে বিএনপির সময়ে ঢাকার ৬০ ভাগ মানুষ সুপেয় পানি পেত। তখন ঢাকার জনসংখ্যা ছিল ১ কোটি ২০ লাখের মতো। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা সায়েদাবাদ ওয়াটার প্ল্যান্ট করে দিয়েছিলাম। কিছু গভীর নলকূপ বসিয়েছিলাম বলেই মানুষ সুপেয় পানি পেত।’

 

তিনি বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে কোনো দেশ উন্নতি করতে পারে না। সেই ধারাবাহিকতায় টানা তিনবার ক্ষমতায় আছি। আমরা প্রথম ঢাকার মানুষকে সুপেয় পানি দিতে উদ্যোগ গ্রহণ করি।’

 

ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় বেশি পানি উৎপাদন করতে পারছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালে আমরা ঢাকা ওয়াসার নতুন কর্মসূচি হাতে নিই। ফলে শতভাগ মানুষ সুপেয় পানি পাচ্ছে। ওয়াসা এখন চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন করছে। ঢাকার পানির চাহিদা ২৬০ কোটি লিটার, আর উৎপাদান হচ্ছে ২৭০ কোটি লিটার। ঢাকা ওয়াসা দক্ষিণ এশিয়ার রোল মডেল।’

 

এ সময় শুধু ঢাকা নয়, গ্রাম পর্যায়ে সব সুবিধা পৌঁছে দিতে ওয়াসা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ঢাকার জন্য করলাম, রাজশাহী ও চট্টগ্রামের জন্য শুরু করেছি। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পানি শোধনাগার এবং পয়ঃশোধনাগার তৈরি করতে হবে। কোনো গ্রাম আর গ্রাম থাকবে না। সবাই সব নাগরিক সুবিধা পাবে। আপনারা (ওয়াসা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়) একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেন, যাতে সবাই সুপেয় পানির আওতায় আসতে পারে।’

 

২০৩০ সাল নাগাদ ঢাকার চারপাশে পাঁচটি পয়ঃশোধনাগার নির্মাণ করা হবে বলেও জানান তিনি। বলেন, দাশেরকান্দি পয়ঃশোধনাগারের মাধ্যমে হাতিরঝিলসহ ঢাকার আশপাশের নদী-জলাশয়গুলোর পানির মানোন্নয়ন হবে।

 

আওয়ামী লীগ সরকারের সময় দেশ উন্নত হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আধুনিক দেশে পরিণত হয়েছে। এখন হাতে হাতে মোবাইল ফোন দেখে মনে করতে পারেন বাংলাদেশ এমনই ছিল আগে। কিন্তু না, এই ১৫ বছরে দেশ আমূল বদলে গেছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছি।’

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!