AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন প্রতিনিধি দল শান্তিপূর্ণ নির্বাচন চায়: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:২৩ পিএম, ১৩ জুলাই, ২০২৩
মার্কিন প্রতিনিধি দল শান্তিপূর্ণ নির্বাচন চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়েও তাঁদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। 

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

বৈঠকে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি উজরা জেয়ার। আরও ছিলেন স্টেট ডিপার্টমেন্টের সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু।  

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা সেটা নিয়ে প্রশংসা করেছে। ’

 

তিনি বলেন, ‘গতকাল দুই বড় দলের বড় সমাবেশ হয়েছে শান্তিপূর্ণভাবে, সেটা নিয়েও তারা প্রশংসা করেছে। ’

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, সেটা তারা দেখতে চান। সেটা নিয়ে আমরা তাদের আশ্বাস দিয়েছি যে, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে সরকার। নির্বাচনে যাতে সহিংসতা না হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা নেবে। এতে কোনো ঘাটতি থাকবে না। ’

 

আসাদুজ্জামান খান বলেন, ‘নির্দিষ্ট কোনো দলের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। তারা শুধু সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তাই বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না—এটা নিয়ে তারা কোনো আলোচনা করেননি। ’

 

তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তাদের সাথে আলোচনা হয়নি, তারা আগ্রহও দেখায়নি। তারা শুধু শান্তিপূর্ণ নির্বাচন চায়। ’

 

‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে তাদের সাথে। তারা বলছেন, রোহিঙ্গারা যাতে শিগগিরেই মিয়ানমার ফিরে যেতে পারে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় পাশে আছে,’ বলেন মন্ত্রী।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!