আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ‘প্রাণে মেরে বুড়িগঙ্গায় ফেলার’ হুমকি’র ঘটনায় আবু আহমেদ (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ।
তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করার পর মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশের একটি টিম।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরো আলমকে হুমকি দেওয়া ব্যক্তির অবস্থান শনাক্তের পর সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামি আবু আহমেদকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে সোমবার (২৪ জুলাই) রাতে ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে অজ্ঞাত এক নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি এবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই হুমকি পেয়ে নিজের নিরাপত্তা চেয়ে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-১৩৬১) করেন হিরো আলম।
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :