AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবাদমাধ্যমের অভ্যাস খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৫৫ পিএম, ২৭ জুলাই, ২০২৩
সংবাদমাধ্যমের অভ্যাস খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদমাধ্যমের অভ্যাস খারাপ হয়ে যাওয়ায় তারা সবসময় ময়লা তুলতে থাকে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

বুধবার ১৩ রাষ্ট্রদূতকে ডেকে তাদের কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের জন্য সরকারের অসন্তোষ প্রকাশ করা হয়। সেই ১৩ জনের মধ্যে ইতালিও ছিলো। প্রধানমন্ত্রীর সরকারি সফরে এ অসন্তোষ ইতালির কোন লেভেলে কি তুলে ধরা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেখানে কিছু বলিনি। একটা ভদ্রতাজ্ঞান আছে আমাদের।’

 

সাংবাদিকদের উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘আপনি যেগুলো  ময়লা  সেগুলো নিয়ে আলাপ করবেন কেন? আমরা এটা নিয়ে ওখানে আলাপ করিনি। আপনারা (সাংবাদিক) সবসময় ময়লা তুলতে থাকেন। আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আপনারা ভালো জিনিস দেখাবেন। আপনাদের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করে। যে কোনোভাবেই হোক এর একটি কালচার তৈরি হয়েছে অনেকদিন ধরে। এটি বন্ধ হওয়া উচিত। এখনই সময় এটি বন্ধ করার।’

 

সব রাজনৈতিক দলও তো তাদের (রাষ্ট্রদূত) কাছে যাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘হ্যাঁ অনেকদিন ধরে এ কালচার তৈরি হয়েছে। আমরা কালচারটা বন্ধ করতে চাই।’

 

ইতালিতে নতুন কর্মী নেয়ার ক্ষেত্রে কোনো সমঝোতার ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নতুন একটি প্রস্তাবনা আমাদের দিয়েছে। আমরা সেই প্রস্তাব যাচাই-বাছাই করছি। পরে এটি সই হবে দ্রুত। আমরা দুইটা এমওইউ সই করেছি সেখানে। তবে ওটা এখনও হয়নি। কারণ সেটা এখনও আলাপ আলোচনার মধ্যে আছে। ইতালিতে অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধিত করার জন্য ইতালি সরকারের কাছে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে কৃষি ও পর্যটন খাতে নতুন করে কর্মী নেবে ইতালি।

 

অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপে আমাদের দেশের অ্যাম্বাসেডরদের নিয়ে একটা গোলটেবিল বৈঠক করেছি। সেখানে আমরা বলেছি, আমাদের দেশ সম্পর্কে অন্যদের জ্ঞান সীমিত। দেশের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। গণতন্ত্র, মানবাধিকার রক্ষায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস আছে, অনেকে এই ইতিহাস জানে না, বলেই এখন উপদেশ দিতে আসে। গণতন্ত্রের জন্য সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি ত্যাগ করেছেন।

 

আমরা বিভিন্ন ইস্যুতে, মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশন নিয়ে প্রায় দশটি ব্রিফ তৈরি করা হয়েছে- এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কি বিএনপির আগুন-সন্ত্রাস নিয়ে বই তৈরি করা হয়েছে, আমরা বলেছি, আপনারা এটি ওদের সাথে শেয়ার করবেন। তাদের জানাবেন এগুলোর কী অবস্থা। তাতে তারা আহম্মকের মতো হঠাৎ করে একটা স্টেটমেন্ট দেবে না। কেউ একজন গিয়ে তাদের ধরল, আর সে না জেনে একটা বক্তব্য দিয়ে দিলো। কখনও কখনও কেউ তার ফান্ডে পয়সা দিলো, তার সপক্ষে বলে ফেলল। আমরা বলেছি, এজন্য আপনাদের একটা বড় দায়িত্ব। আপনারা তাদের সাথে সাক্ষাত করে আমাদের বড় বড় ইস্যু সম্পর্কে তাদের জানান দেবেন, তাহলে এ ব্যাপারে তাদের জ্ঞান বাড়বে, বলেন পররাষ্ট্রমন্ত্রী।

 

বাংলাদেশের প্রকৃত অবস্থা না জেনেই বিদেশি কূটনীতিকরা আহাম্মকের মতো বিবৃতি দিয়ে যাচ্ছেন- এ কথা জানিয়ে তিনি আবারও বলেন, ‘আগুন-সন্ত্রাস ও প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার উদ্যাগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করার সুযোগ পাচ্ছে।’

 

অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে- আমার দুঃখ হয়; বিদেশে যারা বেশি টাকা উপার্জন করছেন তারা ঠিকমতো রেমিটেন্স পাঠায় না, আমার অল্প বেতনের লোকজনরাই রেমিটেন্স পাঠাচ্ছেন। গত বছর বিদেশে ১১ লাখ বাংলাদেশির কর্মসংস্থান করেছে সরকার। বর্হিবিশ্বে বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্রের জন্য লড়াইয়ের তথ্য তুলে ধরতে বিদেশের ৮১টি মিশনে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়, জানান তিনি।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ‍‍`দেশ এগিয়ে চলছে‍‍` শীর্ষক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!