AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘শেখ কামাল আধুনিক ক্রীড়ামনস্ক সংস্কৃতিমনা ও রাজনৈতিক সচেতন তরুণ’


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:১৪ পিএম, ৫ আগস্ট, ২০২৩
‘শেখ কামাল আধুনিক ক্রীড়ামনস্ক সংস্কৃতিমনা ও রাজনৈতিক সচেতন তরুণ’

মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল আধুনিক ক্রীড়ামনস্ক, সংস্কৃতিমনা ও রাজনৈতিক সচেতন তরুণ। তিনি নিজে ছিলেন কৃতি খেলোয়াড় ও স্পন্দন শিল্পী গোষ্ঠী গঠন করেন। শেখ কামাল এদেশের শিশু ও কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব।

 

শনিবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এক অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামানের সভাপতিত্বে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বক্তৃতা করেন।

 

বক্তারা ক্রীড়া, সংস্কৃতি ও ছাত্র রাজনীতিতে শেখ কামালের অসামান্য অবদানের বিষয়ে স্মৃতিচারণ করেন।

 

এসময় মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিশু একাডেমির শিক্ষার্থীবৃন্দ। এর পূর্বে আজ সকালে ধানমন্ডিস্থ আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতি ও বনানী সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

একুশে সংবাদ/এসএপি
 

Link copied!