ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করছে সরকার। এ আইনে হ্যাকিংয়ের ক্ষেত্রে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) নতুন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এরপর সচিবালয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম ও ধারা সংশোধন ইস্যুতে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলেন ধরেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর আগে, সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের বিষয়টি মাথায় রেখেই এ পরিবর্তন আনা হয়েছে। এতে হ্যাকিংয়ের সাজা ১৪ বছরের কারাদণ্ড রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের যেগুলো সাইবার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো পরিবর্তন করা হয়নি। সেপ্টেম্বরে পার্লামেন্টে এ আইন উত্থাপন ও পাস করা হবে।’
তিনি আরো বলেন, ‘আগের আইনের কিছু ধারা সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনে সন্নিবেশিত হবে। সাইবার সিকিউরিট অ্যাক্ট নামে একটি আইন করা হয়েছে। এখানে বেশ কিছু ধারা ও নাম পরিবর্তন করা হচ্ছে।’
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :