AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরো মাস জুড়েই পুলিশ সর্তক আছে: ডিএমপি কমিশনার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪২ পিএম, ১৪ আগস্ট, ২০২৩
পুরো মাস জুড়েই পুলিশ সর্তক আছে: ডিএমপি কমিশনার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে নির্বাচনের বছর হওয়ায় সহিংসতা হতে পারে, তাই পুরো মাস জুড়েই পুলিশ সর্তক আছে বলেও জানান তিনি।

 

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

 

গোলাম ফারুক বলেন, সিটিটিসি ও ডিবির সাইবার টিম পরিস্থিতি মনিটর করছে।

 

তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর অন্যরা প্রবেশ করতে পারবে। এর জন্য দুইভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। 

 

পুলিশ জানায়, যারা আসবেন, ব্যাগ বা অন্যকিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। মেটাল ডিটেকটর, আর্চওয়ে দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে পারবে। 

 

পূর্ব প্রস্তুতি হিসেবে রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে, মেস, হোটেল ও আবাসিক এলাকায় চেক করা হচ্ছে। কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতিকারী আশ্রয়-প্রশ্রয় নিয়েছে কি না তা দেখা হচ্ছে। নির্বাচনের বছরে কেউ যাতে কোনো নাশকতার মাধ্যমে সরকার বা পুলিশকে বিব্রত করতে না পারে।

 

সাইবার জগতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলন, সিটিটিসি ও ডিবির সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে কোনো হুমকি আছে কি না। সার্বিকভাবে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি আশা করছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্ব স্তরের মানুষ যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, তারা নিরাপত্তার মধ্যে শ্রদ্ধা জানাতে পারবেন।

 

১৫ আগস্ট ঘিরে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলার তথ্য নেই। তবুও আমরা মনিটরিং করছি, আমরা সতর্ক রয়েছি। গত পরশুদিন দেখলাম ‘ইমাম মাহাদীর কাফেলা’ নামক নতুন একটি জঙ্গি সংগঠন। সিলেট থেকে এই জঙ্গি সংগঠনের ১০ জনকে সিটিটিসি গ্রেপ্তার করেছে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!