জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যার রক্তাক্ত কালরাত্রি ও ২০০৪ সালের ২১শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াল গ্রেনেড হামলা স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মতিয়া চৌধুরী, এমপি, জাতীয় সংসদের উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. শাম্মী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব সৈয়দা জাকিয়া নূর লিপি, এমপি ও জনাব আব্দুর রহমান রমা, ১৯৭৫ সালের নির্মম হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত, চেয়ারম্যান, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানী, চীন, কসোভো, আর্জেন্টিনা, ভিয়েতনাম, তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জনাব তারিক আফজাল, সদস্য, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অন্যান্য সদস্যগণ।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :