আওয়ামী লীগ সরকার সব নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মুসলমানদের জন্য যেমন কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে, আবার হিন্দুদের জন্য গীতা শিক্ষার ব্যবস্থা করেছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে গণভবেন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই মাটির সন্তান সবাই। সংখ্যালঘু বলে নিজেদের ছোট করবেন না। সব নাগরিকের সমান অধিকার দিয়েছে রাষ্ট্র।
তিনি বলেন, বিএনপি হিন্দুদের মন্দির-বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্দিরগুলো সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ সুযোগ দিয়েছে বলেই সংবিধানের মর্যাদা সমুন্নত করতে পেরেছে আওয়ামী লীগ সরকার।
শেখ হাসিনা বলেন, সব ক্ষেত্রে যোগ্যতা দেখে মূল্যায়ন করা হয়। বৈষম্য দূর করতে সব সময় সরকার কাজ করে যাচ্ছে। অর্পিত সম্পত্তি আইন ও হেবা আইন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ছোট ছোট শিশুদের শৈশব থেকেই ন্যায় শিক্ষা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কিছু মানুষ বিদেশে গিয়ে দেশের বদনাম করছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা এই অপপ্রচারের বিরুদ্ধে দেশবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :