AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামীকাল ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৩২ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৩
আগামীকাল ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন। সফরকালে ম্যাক্রো ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার শীর্ষ বৈঠক এবং ফরাসি প্রেসিডেন্টের সম্মানে তার দেওয়া ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

 

দুই নেতার মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন ইউরোপ ও পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা।

 

বাংলাদেশ ও ফ্রান্সের সরকার আন্তরিকভাবে আশা করছে, ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন। প্রায় ৩৩ বছর পর এটিই হবে কোনো ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। সবশেষ ১৯৯০ সালে বাংলাদেশে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটাররান্ড।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!