AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেডিকেল ছাত্রীর প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৬ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
মেডিকেল ছাত্রীর প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

ডেঙ্গু আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দীপান্বিতা বিশ্বাস (২০) মারা গেছেন। সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীপান্বিতা বিশ্বাস রাজবাড়ির পাংশা থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অমল বিশ্বাসের মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে দীপান্বিতা ছিল ছোট। এমবিবিএস ২০২২-২৩ সেশনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন দীপান্বিতা।

দীপান্বিতার সহপাঠী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাদমান কবির বলেন, ডেঙ্গু ধরা পড়ার পর মেডিকেলের হলে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সলিমুল্লাহ মেডিকেলের আইসিইউতে নেয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে গত শুক্রবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

দীপান্বিতা বিশ্বাসের এমন অকাল মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে তার হলের সিনিয়র-জুনিয়ররা এবং সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দীপান্বিতা বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!