বিনিয়োগে অগ্রাধিকার,কন্যাশিশুর অধিকার,এ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও ন্যাপকিন বিতরন করা হয়।
দিবসটি আয়োজনে ছিলেন, কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা নেসা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি)সৈয়দ আল- মামুন, বলুহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, সাবদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান।
অতিথিবৃন্দরা, ছাত্রীদের উদ্যেশে বাল্য বিবাহের কুফল, অপমৃত্যু রোদ ও যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন, কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।পরে ওই বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ন্যাপকিন বিতরন করেন,অনুষ্ঠানের অতিথি বৃন্দরা।
একুশে সংবাদ/স.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :