AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন দিন ছুটির পর রাজধানীতে তীব্র যানজট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৯ পিএম, ১ অক্টোবর, ২০২৩
তিন দিন ছুটির পর রাজধানীতে তীব্র যানজট

টানা তিন দিনের ছুটি শেষে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস। এদিন তীব্র  তীব্র যানজট দেখা গেছে রাজধানীর বিভিন্ন সড়কে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, বিজয় সরণি, ফার্মগেট, ইসিবি চত্বর এবং মহাখালী এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অন্যদিকে কারওয়ানবাজার, বাংলামোটর, শাহবাগ ও মগবাজার এলাকাতেও একই চিত্র দেখা গেছে।

এর আগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছিল সরকারি ছুটি। এর সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে তিন দিনের ছুটি মেলে। লম্বা ছুটি পাওয়ায় অনেকেই ঢাকার বাইরে ঘুরতে গেছেন। তাই এই সময়টাতে ঢাকা বেশ ফাঁকাই ছিল।

ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, তিন দিন ছুটি থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে একসঙ্গে সবাই কর্মস্থলে যাচ্ছেন। ব্যক্তিগত গাড়ি একসঙ্গে বের হওয়ায় রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়েছে।

তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে বিমানবন্দরগামী আসাদগেট, খামার বাড়ি, ফার্মগেট ও বিজয় সরণির দিকে। সকাল থেকেই এসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে অনেক সময়। দীর্ঘসময় গাড়িতে বসে থেকে হাল ছেড়ে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন অনেকেই।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ তেজগাঁওয়ের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, টানা তিন ছুটিতে ছিল নগরবাসী। তিনদিন পর অফিস শুরু হওয়ায় আজ সকাল থেকে যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী গাড়িগুলো একসঙ্গে সড়কে বের হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা স্কুল-কলেজের দিকে রওয়ানা দিয়েছেন। সব মিলিয়ে যানজটে আজকে একটু বেশি। বিভিন্ন সিগনালে একটু বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। তবে সড়কে যান চলাচল গতিশীলতা রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি দুপুরের আগেই যানজট কমে যাবে।


একুশে সংবাদ/এসআর
 

Link copied!