বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা আর নেই। ফলে দেশের চারটি সমুদ্র বন্দরের জন্য দেওয়া সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস।
বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, লঘুচাপটি অগ্রসর হয়ে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
তবে সতর্কতার অংশ হিসেবে উত্তর বঙ্গোসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে সোমবার সকাল পর্যন্ত সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রোববার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের ১৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণপূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানীর তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক-সংকেত জারি রয়েছে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :