AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ঢাকায় ১৫৫ আগুন

সেপ্টেম্বর দেশেজুড়ে ১৫৭৭ অগ্নিদুর্ঘটনা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:৩৩ পিএম, ৩ অক্টোবর, ২০২৩
সেপ্টেম্বর দেশেজুড়ে ১৫৭৭ অগ্নিদুর্ঘটনা

মহানগরী ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অগ্নিকাণ্ডের বিষয়ে সচেতনতার অভাব, অবহেলা এবং ঘিঞ্জি পরিবেশের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পাশাপাশি অবৈধ গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ অগ্নিদূর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫৭৭টি আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু এবং ১১ জন আহত হয়েছে।

 

আগস্ট মাসের তুলনায় ২৭টি আগুনের ঘটনা বৃদ্ধি পেয়ে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৫৫টি আগুনের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (৩ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

তাতে বলা হয়েছে,  সেপ্টেম্বর মাসে সারাদেশে ১ হাজার ৫৭৭ টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৬০৩টি, ময়মনসিংহ বিভাগে ৬৩টি, চট্টগ্রাম বিভাগে ১৮৯টি, রাজশাহী বিভাগে ২২৫টি, খুলনা বিভাগে ১৩২টি, সিলেট বিভাগে ৫৭টি, বরিশাল বিভাগে ৬০টি ও রংপুর বিভাগে ২৪৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা কমেছে। গত মাসে সারাদেশে ১ হাজার ৬৬৭টি আগুনের ঘটনা ঘটে।  এরমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৫৫টি আগুনের ঘটনায় ৭ জন আহত হয়েছে।

 

পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, তেজগাঁও, বারিধারা, উত্তরা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। এর মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, বারিধারা এলাকায় সেপ্টেম্বর মাসে ১৬টি করে আগুনের ঘটনা ঘটে।

 

সেপ্টেম্বর মাসে সারাদেশে ৭৮৭টি বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব ঘটনায় মধ্যে সড়ক দুর্ঘটনা ৫৯০টি,  রান্নার গ্যাস সিলিন্ডার জনিত দুর্ঘটনা ১০টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত কারণে ১৩টি, লিফট দুর্ঘটনা ১৫টি, বজ্রপাত ১৯টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার দুর্ঘটনা ১১৫টি। সারাদেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ৭৪ জন মারা গেছে হন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও জানায়, শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪৯ টি বিভিন্ন ধরণের দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এরমধ্যে মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, পুরান ঢাকা এলাকায় দুর্ঘটনা বেশি ঘটছে। ঢাকা বিভাগে ১৫৯টি, ময়মনসিংহ বিভাগে ৫৫টি, চট্টগ্রাম বিভাগে ১০২, রাজশাহী বিভাগে ২০১, খুলনা বিভাগে ৮৮, সিলেট বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ৪১টি ও রংপুর বিভাগে ১১৪ টি দুর্ঘটনা ঘটে। 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে,  সেপ্টেম্বর মাসে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৩৫৪টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া ১১৫২টি কলের মাধ্যমে ১ হাজার ৯৮ জন রোগী পরিবহন করে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে।

 

একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা

Link copied!