সম্প্রতি দেশের সিলেটসহ কয়েক জায়গায় ঘন ঘন ভূমিকম্পের পর দুর্যোগে উদ্ধার তৎপরতা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বর্তমান অবস্থাকে ভয়াবহ উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দুটি ডাউকি প্লেট পরে গেছে। কয়েকদিনের ব্যবধানে ছোট ছোট কয়েকটি ভূমিকম্প হয়েছে। দশ বারো বছরের মধ্যে যেকোনো সময় বড় ভূমিকম্প হবে। আর ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় এক লাখ লাখ ভবন ধসে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।
মঙ্গলবার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক মহড়া অনুষ্ঠানে তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বড় ধরনের ভূমিকম্প হলে পুরান ঢাকার উদ্ধারকাজ বন্ধ করে পরিত্যক্ত ঘোষণা করতে হবে।
সিলেট অঞ্চলে সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এগুলোর বেশিরভাগেরই উৎস সীমান্তের ওপারে মেঘালয় ও আসামে। ভূকম্পনের প্রধান উৎস হচ্ছে সিলেটের জৈন্তাপুর এলাকার ডাউকি ফল্ট। এই ফল্টের কারণেই দফায় দফায় ভূমিকম্প হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
তিনি বলেন, ‘পুরান ঢাকার চিত্র সবচেয়ে ভয়াবহ। সেখানে উদ্ধার কাজই বন্ধ রাখার ঘোষণা দিতে হবে। অনেক ফায়ার স্টেশনও অচল হয়ে যাবে।’
উদ্ধারকাজ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি।
অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, ভূমিকম্পের পূর্ব কোনো প্রস্তুতি নেই। বড় ধরনের দুর্যোগ মোকাবেলা করতে উদ্ধার সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। ‘তবে আমাদের আরও প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে হবে,’ বলেন দুর্যোগ সচিব।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :