দেশের সব বিভাগেই আজ বজ্রসহ বৃষ্টি ও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা নিম্নমুখী থাকবে।
বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সবচেয় বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায় ১৩৮ মিলিমিটার। এ সময় ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম ছিল। আর একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফ ও বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আবাহওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপটি ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব-উত্তরপ্রদেশ এবং লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :