AB Bank
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাধবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


মাধবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি’- এই প্রতিপাদ্যে আজ রোববার সকালে পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।

 

ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ আব্দুস সাত্তার বেগ।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শ্যামলী রানী দেব, বাবুল চৌহান, স্বাস্থ্য পরিদর্শক শচী রঞ্জন রায়, পরিবার কল্যাণ পরিদর্শক বরুণ দেব, স্বাস্থ্য সহকারী আব্দুল মতিন, রাকিয়া রায়হানা, এফডব্লিউএ লাভলী রানী চন্দ, সিএইচসিপি সাহিরুল ইসলাম।

 

আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাফিয়া বেগম, মোঃ ইসলাম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম, এফডব্লিউএ স্মৃতি রানী পাল, সিএইচসিপি মোঃ জাকারিয়া, চন্দন দাস, রায়হান আহমেদ, ইউপি হিসাব সহকারী তপন দেব, সমাজ সেবক মোবারক হোসেন, কালেক্টর রিয়াদ আহমেদ, গ্রাম পুলিশ মোঃ চেরাগ আলী, মোঃ জামাল মিয়া, হরি রক্ষিত প্রমুখ।

 

বক্তারা নোয়াপাড়া ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম কে আরো গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন।

 

একুশে সংবাদ/ল.ই.প্র/জাহা

Link copied!