AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সোলার রোডম্যাপ তৈরিতে সহায়তা দেবে আইএসএ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৮ পিএম, ১৭ অক্টোবর, ২০২৩
বাংলাদেশের সোলার রোডম্যাপ তৈরিতে সহায়তা দেবে আইএসএ

দ্য ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্স বা আইএসএ’র মহাপরিচালক ড. অজয় মাথুর সৌর শক্তির ব্যবহারে বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দল আইএসএ সচিবালয় পরিদর্শন করে এ আশ্বাস দেন।

 

আইএসএ ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতাকে স্বাগত জানিয়ে অজয় মাথুর বলেন, বাংলাদেশ আইএসএ’র প্রথম দিকের সমর্থকদের মধ্যে অন্যতম। সংস্থাটির সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে সৌরশক্তি গ্রহণকে ত্বরান্বিত করবে, নীতিমালা প্রণয়ন করবে, বিনিয়োগ সংগঠিত করবে এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

 

পরিদর্শন শেষে মতবিনিময় সভায় জানানো হয়, আইএসএ এবং বাংলাদেশ সরকার বাংলাদেশের জন্য একটি জাতীয় সৌরশক্তি রোডম্যাপ তৈরিতে যৌথভাবে কাজ করছে।

 

২০১৬ সালে সদস্য দেশ হিসেবে আইএসএতে যোগ দেয়া বাংলাদেশ। বর্তমানে দুই বছরের মেয়াদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

 

সভায় সংস্থাটির কর্মকর্তারা বলেন, স্টিয়ারিং নীতি এবং নিয়ন্ত্রক কাঠামোর মাধ্যমে, সৌর প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং অগ্রগতি করার সম্ভাবনা রয়েছে। এই অংশীদারিত্ব বাংলাদেশ ভিশন-২০৪১ এবং বাংলাদেশ পারসপেক্টিভ প্ল্যান পরিকল্পনা ২০২১-২০৪১-এ উল্লিখিত বাস্তবায়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই অংশীদারিত্ব এসডিজি সেভেন (অ্যাকসেস টু এনার্জি) এবং এসডিজি থারটিন (জলবায়ু পরিবর্তন) এবং প্যারিস চুক্তি, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি)-সহ বিভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

বর্তমানে বাংলাদেশ প্রায় ৫০ লাখের বেশি পরিবারকে সৌরশক্তি সরবরাহ করছে। আইএসএ এক্ষেত্রে আইডিসিওএলকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। বর্তমানে আইএসএর ৯টি বিস্তৃত প্রোগ্রাম রয়েছে।

 

এ বিষয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আইএসএ’র লক্ষ্য সৌরশক্তি উৎপাদন করার মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে অবদান রাখা।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!